সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মে ৫, ২০১৯
খালেদ হোসেন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে বুধবারী বাজার ইউপির চন্দরপুর ও বাদেপাশা ইউপির আছিরগঞ্জ রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। রাস্তার উপর কোমড় পানি হওয়ায় দীর্ঘ যানজট ও মারত্বক দূর্ভোগের সৃৃষ্টি হয়েছে।
গত ৮/৯ থেকে এমন দূর্ভোগের মধ্য দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ। রাস্তার উপর পানি থাকায় খানাখন্দ বুঝতে না পেরে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যাতায়াতকারী যাত্রী সাধারণসহ মোটর সাইকেল, বাই সাইকেল, রিক্সা ও অটোরিক্সা আরোহীদের।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবী লন্ডন প্রবাসী ব্যক্তির ভবন নির্মাণ করে পানি নিষ্কাশনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারনেই রাস্তা তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। এ বিষয়ে ১১০ জনের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে গত বৃহস্পতিবার গোলাপগঞ্জ মডেল থানার এসআই কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বুধবারী বাজার চৌমুহনীস্থ ও বাদেপাশা ইউপির প্রধান সড়কে কোমড় জল গড়াচ্ছে। বেশ কিছু দিন এমন এই দুর্ভোগের সৃষ্টি হলেও কারো পক্ষ থেকে কোন সূরাহা পথ খোঁজা হয়নি। স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, চৌমুহনীস্থ স্থানে লন্ডন প্রবাসী মক্তার মিয়া রাস্তার পার্শ্বে একটি ভবন নির্মাণ করেন।
এ সময় বৃষ্টির পানি চলাচল ও নিষ্কাশনের পথে মাটি বরাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে করে অল্প বৃষ্টি হলে বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি রাস্তায় জমে থাকে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বুধবারী বাজার ইউপির ৮নং ওয়ার্ডের চন্দরপুর ঘাটের খাল একটি সরকারী সম্পত্তি। চন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে চন্দর মোহাম্মদিয়া মাদ্রাসা পর্যন্ত ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কতিপয় ব্যক্তি কর্তৃৃক অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের ফলে অল্প বৃষ্টিতেই প্লাবিত হয়। এ কারনে খাল সংলগ্ন বসতবাড়ী ও দোকানপাঠসহ রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে করে স্কুল-কলেজ, মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীসহ এলাকাবাসী এ রাস্তায় চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়েছে। খালের উত্তর দিক দিয়ে চন্দরপুর-বিয়ানীবাজার রাস্তা অবস্থিত। কতিপয় ব্যক্তি কর্র্তৃৃক স্থাপনা নির্মাণের জন্য খালটির পানি নিষ্কাশনে পথিরোধ করা সামান্য বৃষ্টিতেই পুরো বুধবারী বাজারবাসী ও চলাচলকারী জনসাধারণের দুর্ভোগের কারন হয়ে দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে সরকারী সার্বেয়ার দ্বারা খালটি সীমানা নির্ধাপন করে পুনঃউদ্ধারের দাবী জানান এলাকাবাসী।
এব্যাপারে ইউপি সদস্য ছয়েফ উদ্দিন দুলু জানান, ভবন নির্মাণকারীদের সাথে এলাকাবাসীসহ আমরা বৈঠকে বসেছি। আশা করি ছোট খাল খনন করে পানি নিষ্কাশন ও জনদূর্ভোগ থেকে চলাচলকারীরা মুক্তি পাবে। এব্যাপারে বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল জানান, স্থানীয় প্রবাসী কর্তৃক পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমানের বরাবরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। তাদের দাবী, এখন খাল খনন করে দিলে ভবনের সামনের মাটির ও ভবনের ক্ষতি হবে। স্থানীয় ভাবেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd