সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর মহাজনপট্টি কাস্টঘর এলাকার আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পলিথিনের গুদামে আগুন লেগেছে। বুধবার সাড়ে ৯ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল খাজা মার্কেট থেকে হঠাৎ করে দোয়া বের হতে দেখেন স্থানীয় পথচারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে পানি সংকটের কারনেই কিছুক্ষণ আগুন নিয়ন্ত্রণ কাজ বন্ধ ছিল। আশপাশের পানির ব্যবস্থাও নেই ওই এলাকায়। স্থানীয়রা জানান, মার্কেটের আন্ডার গ্রাউন্ডে পলিথিনের গুদাম রয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দ্রুত আরো একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে।
তবে তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd