সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯
শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের লাউয়াছড়ার জানকিছড়া এলাকা থেকে নবজাতক এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) ভোরে উদ্ধারের পর শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বনের প্রহরী ঋষি বড়ুয়া ও মো. ইব্রাহিম জানান, বুধবার ভোরে টহলের সময় লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় এক শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে সদ্য জন্ম নেয়া এক মেয়ে শিশু দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বর্তমানে শিশুটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনির জানান, শিশুটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে জন্মের পর যে সকল সেবা প্রয়োজন তা সে পায়নি। তারা এই সেবাগুলো দিচ্ছেন।
শ্রীমঙ্গল থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ বেলায়েত হোসেন জানান, চিকিৎসা শেষে শিশুটিকে আদালতে হস্তান্তর করা হবে। সেখান থেকে কেউ শিশুটিকে চাইলে দত্তক নিতে পারবে ৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd