সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টে দুই এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখলে মহড়া দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। গত দুইদিন ধরে সিলেট নগরীর শেখঘাট ও খুলিয়াপাড়ার লোকজন দফায় দফায় মহড়া দেন।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পরও জিতু মিয়ার পয়েন্ট এলাকায় উত্তেজনা দেখা দেয়। আতংকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম জানান, দুই এলাকার লোকজনদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছিল। আমাদের ফোর্স সেখানে গেলে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন।
রাত সাড়ে দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত ছিল।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী জানান, শুনেছি গতকাল (মঙ্গলবার) গাড়ি ভাড়া নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। আজও এ ঘটনা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উভয়পক্ষের সাথে বসে সমাধানের চেষ্টা করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd