সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে সারমারার টালিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার দফরপাড়ার রবিউল ইসলামের ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি এ.কে এম মাহবুব আলম বলেন, গত ১৪ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউপির গোপালপুর গ্রামের এক স্কুলছাত্রীকে মনোয়ার হোসেন ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠকে বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। এরমধ্যে শনিবার রাতে সারমারার টালিয়াপাড়া গ্রামে এক নাবালিকার সঙ্গে মনোয়ার হোসেনের বিয়ে হয়।
ওসি আরো বলেন, খবর পেয়ে ২০ এপ্রিল রাতে ওই স্কুলছাত্রীর বড় ভাই বকশীগঞ্জ থানায় মনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। নতুন বউ নিয়ে বাড়িতে ফেরার পথে পুলিশ মনোয়ার হোসেনকে গ্রেফতার করে। ওই সময় মনোয়ার হোসেনের নতুন স্ত্রী ও অন্যান্য বর যাত্রীরা পালিয়ে যায়। রোববার সকালে মনোয়ার হোসেনকে আদালতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd