সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯
উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় বাজারের ৪টি দোকান পুড়ে গেছে। এতে ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় আধাঘন্টা ধরে স্থানীয়দের চেষ্টার পর বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বড় বাজার সাবরেজিস্ট্রি অফিস এলাকায় আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বান্নী ক্লথ সেন্টার, কলি ফুড চিকেন ফিডস, মিলাদ ভেরাইটিজ ষ্টোর ও কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পার্শবর্তী এলাকার মসজিদের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ৪টি দোকানের মধ্যে কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোরটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্যবসা শুরুর এক দিনের মাথায়ই বড় ধরণের এ দুর্ঘটনায় পুরে ছাই হয়ে যায় বলেন তিনি তারপর মানসিকভাবে ভেঙে পড়েন , বানিয়চয়য় ফায়ার স্টেশনের কর্মরত রামপ্রসাদ চন্দ বলেন, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী অগ্নিকান্ডে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সঠিক সময়ে ফায়ার সার্ভিস না পৌঁছালে আরো বড় ধরণের ক্ষতি হতে পারতো বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd