সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের উপর মিথ্যা করে দীর্ঘদিন জেলে বন্ধি রেখেও তাদের স্বাদ মিটেনি। গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্ধ শাহজাহান গাজীর বিরুদ্ধে রীনা বেগম বাদি হয়ে একটি সাজানো মিথ্যা মামলা করে। ওই মামলা প্রধান আসামী করা হয় শাহজাহান গাজীকে দুই নং আসামী করা হয় তার স্কুল পড়–য়া ছেলেকে। শাহজাহানকে গ্রেফতার করা হলেও তার ছেলে এসএসসি পরিক্ষা দেওয়ার জন্য পলাতক থাকে। সর্বশেষ তার ছেলে জামিন নিয়ে ২০১৭ সালের এসএসসি পরিক্ষা দেয় এবং ভাল ফলাফল পেয়ে সে পাস করে। এখন মামলা পূনরায় শেষের দিয়ে। বাদিনীর নিজেই বুঝে গেছেন যে তাহার মিথ্যা মামলায় এই পরিবারের কাছ থেকে কোন ধরনের ফায়দা হাসিল করতে পারবেন না। বিদায় গত (১৪ এপ্রিল) রাত দশটার দিকে ০১৭১৫৬৫২৩৪৬ নম্বার হইতে শাহজাহানের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে মামলা আপোষ করতে হুমকি প্রধান করছে। পরে তিনি তাহার পরিচয় জানতে চাইলে মোটোফোনটি কেটে দেন।
এবিষয়ে শাহজাহান গাজী বাদি হয়ে গত (১৫ এপ্রিল) গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্ধা রীতা বেগম জাফংল মোহাম্মদপুরে তার স্বামীকে নিয়ে পাথর শ্রমিকে কাজ করতো। এই সুবাদে শাহজাহান গাজীর পাশের বাড়িতে তারা ভাড়াটিয়া হিসাবে থাকতো। কিন্তু তাদের কাজের মেয়াদ শেষ হওয়ায় শাহজাহান গাজীর পরিবারের উপর আক্রোশ মিটাতে এবং টাকার লোভে এই মামলা দেন এই নারী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd