সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: সুপারম্যান আমরা তাদেরই বলি, যারা মানবতার কল্যাণে হিরোর মত এগিয়ে আসেন। মানুষকে বিপদ থেকে রক্ষা করেন। সিলেট নগরীর আজকের সুপারম্যান হলেন এসএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল সাখাওয়াত হোসেন। বুধবার বেলা ২টা। নাইওরপুলে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। রামকৃষ্ণ মিশন সংলগ্ন দুটি খুঁটিতে ডিস ও ইন্টারনেটের তারের বাক্সেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় এসএমপি অফিসে ডিউটিরত ছিলেন কনস্টেবল সাখাওয়াত হোসেন। ছুটে আসেন ঘটনাস্থলে। দেখতে পান আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বিদ্যুতের তারে। তখন সাখাওয়াত একটি অগ্নিনির্বাপক যন্ত্র হাতে নিয়ে আগুনে স্প্রে করতে থাকেন। তিনি একাই লড়ে আগুনের তেজ খানিকটা নিষ্প্রভ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে কনস্টেবল সাখাওয়াত বলেন,‘ আসলে মানুষের বিপদে এগিয়ে আসা প্রতিটি মানুষেরই কর্তব্য। এ আগুন ছড়িয়ে পড়লে আশাপাশের ক্ষতি হতে পারতো। ডিউটি থাকাবস্থাতেই মানবিক দৃষ্টিকোণ থেকে ছুটে এসে ফায়ার এস্ট্রিংগুইশার হাতে নিই আগুন নেভাতে। আমি মনে করি, প্রত্যেক পুলিশ চাইলেই ডিউটির ফাঁকে ফাঁকে এসব মানবিক কাজ করতে পারেন। এতে ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তাছাড়াও আমাদের সকলেই ভালো কাজে এগিয়ে আসা প্রয়োজন।’
জানতে চাইলে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা বলেন,‘ আমাদের সাখাওয়াত পুলিশের গর্ব। সে বিবেকের তাড়নায় উিউটিরত থাকার পরও ছুটে যায় আগুন নেভাতে। এভাবে শুধু পুলিশই নয়, প্রতিটি মানুষকেই এগিয়ে আসা উচিত। এবং সরকারি কর্মকর্তাদের এই সব ফায়ার যন্ত্র চালানোও শেখা দরকার। ’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd