নানা আয়োজনে রাগীব-রাবেয়ায় বর্ষবরণ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯

নানা আয়োজনে রাগীব-রাবেয়ায় বর্ষবরণ

সিলেট :: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (১৪ এপ্রিল) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে বাংলা নতুন বছর ১৪২৬ সালকে বরণ করে নেওয়া হয়। শান্তির প্রতীক পায়রা এবং রং-বেরংঙের বেলুন উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ সহ অসংখ্যা নামী দামী শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা মানব হিতৈষী ব্যক্তিত্ব দানবীর ড.রাগীব আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম দাউদ.হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ। উদ্বোধনী অনুষ্টানে সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক শামীমা আক্তার।

অনুষ্টানের প্রধান অতিথি ড. সৈয়দ রাগীব আলী তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন- লোকজ সংস্কৃতির চর্চা আমাদের হৃদয়ের বোধনকে উদ্দীপ্ত করে। আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান আমাদের নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক। বাংলার পিঠা-পুলি আমাদের শৈশব তারুণ্যের সুন্দর নষ্টালজিক দিনগুলিকে মনে করিয়ে দেয়। এই সংস্কৃতির চর্চা আমাদের অব্যাহত রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-চিকিৎসকদের উদ্দ্যেশে বলেন- তবে শুধু অনুষ্টান উদযাপন বা আনন্দানুষ্ঠান করলেই চলবে না, চিকিৎসক হিসেবে সমাজের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেজন্য নিয়মিত ও সময়মতো কর্মস্থলে আসতে হবে, সেবার মানসে প্রতিষ্ঠিত এই হাসপাতালে আগত রুগিদেরকে যথাসাধ্য সম্ভব উপযুক্ত চিকিৎসা দিতে হবে, রুগিদের সাথে ভাল ব্যবহার করতে হবে, তবেই প্রতিষ্টানের সুনাম বৃদ্ধি পাবে। তিনি এই প্রতিষ্টানের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দাযিত্ব সততা ও নিষ্টার সাথে পালনের জন্য পূণরায় আহবান জানা।

বিশেষ অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন তার বক্তব্যে বলেন- বাঙালী জাতি হিসেবে আমাদের রয়েছে হাজার হাজার পূরনো ঐতিহ্য। আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্যকে আমাদেরইকে লালন করে হবে এবং আমরা যদি আমাদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে চলতে পারিতবে বিশ্বের বুকে বাঙালী জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়াতো পারবো। তিনি ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে বলেন-সাংস্কৃতিক অনুষ্টানের পাশাপাশি তোমাদের লেখাপড়াও মনোযোগী হতে হবে এবং ভাল চিকিৎসক হয়ে দেশের আপাময় জনসাধারণের সেবা করতে হবে। উদ্বোধনী অনুষ্টানের পর দানবীর ড. রাগীব আলী এবং কলেজের অধ্যক্ষ কলেজের বিভিন ব্যাচের ছাত্র-ছাত্রীদের আয়োজিত নানা ধরনের ষ্টল ঘুরে ঘুরে দেখেন। এসব ষ্টলের মধ্যে উলে­খযোগ্য ছিল পিঠা- পুলির ষ্টল রকমারী বাঙ্গালী খাবার ও পানের ষ্টল, মেহদী লাগানো ষ্টল, আলপনা আঁকার ষ্টল সন্ধানীর বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ষ্টল, বাংলার চিরায়ত ও ঐতিহ্য ধারণকৃত বিভিন্ন ধরনের ছবির ষ্টল ইত্যাদি। বৈশাখী অনুষ্টানের মাত্রা দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। ঐতিহ্যবাহী নাগর দোলা এবং সাপুড়িয়াদের তত্ত¡াবধানে সাপের খেলা।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সাংস্কৃতির কমিটির সার্বিক তত্ত¡াবধানে ১লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রংয়ের বেলুন, ব্যানার, ফেষ্টুন দিয়ে কলেজ প্রাঙ্গনকে নতুন আঙ্গিকে সাজনো হয় উদ্বোধনী অনুষ্টানের পর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসের এর নেতৃত্বে একটি বিশাল র‌্যালী কলেজের দক্ষিণ গেইট দিয়ে বের হয়ে মদিনা মার্কেট, পাঠানটুলা ফুলকলি পয়েন্ট হয়ে কলেজের উত্তর গেইট দিয়ে কলেজ মাঠে এসে শেষ হয়। এতে কলেজের শিক্ষক,ছাত্রছাত্রী ও কর্মকর্তা –কর্মচারীবৃন্দ অংশ নেন।

র‌্যালী শেষে কলেজ মাঠে সুসজ্জ্বিত মঞ্চে জমে উঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্টান এসা হে বৈশাখএর মত বাংলার লোকজ গানের তালে তালে। গানের তালে তালে। নেচে উঠে অনুষ্টানে আগত মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ দর্শক-শ্রোতা।

উক্ত বর্ষবরণ অনুষ্টানে কলেজ ও হাসপাতালের শিক্ষকবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রমোদ রঞ্জন সিংহ, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইরাস সাকিবা, ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খাঁজা মো. মোহাম্মদ মুইজ, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. বোরহান উদ্দিন, বায়োকেমিষ্টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গুলশান আরা বেগম, সার্জারী বিভাগর অধ্যাপক পারভীন আক্তার, মানসিক বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক ডা.সুশ্মিতা রায়, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক সৈয়দ মোশাররফ হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. ফরিদ আহমদ, এসেনথিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার জাহান খান, বায়োকেমিষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.রোমেনা বেগম, ও ডা. নাসরিন সুলতানা, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলম, তালুকদার, হাসপাতালের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু, আইসিইউ এর কনসালটেন্ট ডা.সৈয়দ ওহিদুল হক রাতুল, মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপকডা. এনায়েত করিম, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.মুইজ উদ্দিন আহমদ চৌধুরী সহ অন্যান্য স্থরের শিক্ষক, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড.আয়েশা আক্তার ও উপাধ্যক্ষড. নাদিরা বেগম।

সম্পন্ন অনুষ্টানটি স্বল্পে সময়ে সুন্দর ভাবে আয়োজন করার জন্য কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান, সদস্য এবং ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..