সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
নিজস্ব সংবাদদাতা :: গোয়াইনঘাটের পল্লীতে বিদ্যূতের সট সার্কিটে আগুন লেগে ১টি বসতঘর পুড়ে সম্পন্ন ছাই হয়ে গেছে। হাঁস, মোরগ, ফার্নিচার, জামা কাপড়, আসবাব পত্রসহ সম্পন্ন পুড়ে যায় এতে প্রায় ৩লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে আবুবক্কও মিয়ার পুত্র শাবুদ্দিন’র বাড়ীতে এঘটনা ঘটে। স্থানীসুত্রে জানাগেছে শাহবুদ্দিন একজন দিন মজুর। সে সুনামগঞ্জে ধান কাটতে চলেগেছে।
বুধবার রাতে হঠাৎ করে তার ঘরে বিদ্যূতের সট সার্কিটে আগুনে সুত্রপাত হয়। এসময় বাড়ীর লোকজনের আত্ম-চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। তথক্ষণে সম্পন্ন ঘর পুড়ে ছাই হয়ে যায়। হাঁস, মোরগ, ফার্নিচার, জামা কাপড়, আসবাব পত্রসহ সম্পন্ন পুড়ে যায় এতে প্রায় ৩লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তবে গ্রামবাসীর সহযোগিতায় বাড়ীর অন্যান্য বসতঘর গুলো আগুন থেকে রক্ষা পায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd