সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগর পুলিশ (এসএমপি)-এর অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) দক্ষিণ হিসেবে যোগ দিয়েছেন মাহফুজা আক্তার শিমুল। আগে এই দায়িত্বে থাকা জ্যোতির্ময় সরকারকে একই পদে ট্রাফিক ও উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার মাহফুজা আক্তার শিমুল সিলেটের অতিরিক্ত উপ-পুুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে জ্যোতির্ময় সরকার পিপিএম (সেবা) কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) হতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে পদায়ন করা হয়েছে। ইতিমধ্যে তিনি এ পদে যোগদান করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd