সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : গ্রাহক ভোগান্তি, ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চার জেলার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হটলাইন ১০৬- এ আসা অভিযোগের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।
সোমবার দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট হতে রংপুর, যশোর, রাঙামাটি ও খুলনা জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রংপুর বিভাগীয় পাসপোর্ট অফিস, ঝিনাইদহ, রাঙ্গামাটি ও সাতক্ষীরা জেলা পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দুদকের ওই টিম। পাসপোর্ট অফিসের সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগসমূহ লিপিবদ্ধ করে এবং দুদক টিমের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে পাসপোর্ট সংক্রান্ত নানাবিধ জটিলতার নিরসন করা হয়।
এদিকে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। এসম মো. শহীদুল আলম নামে এক দালালকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃত দালাল জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী দালালদের সঙ্গে আঁতাত করে পাসপোর্টের ফরম জমা নেন। দালাল ছাড়া পাসপোর্ট জমা দিতে গেলে অফিস থেকে নানা ভুল দেখিয়ে হয়রানি করা হয়।
মো. শহীদুল জানান, প্রত্যেক পাসপোর্টে নির্ধারিত ব্যয়ের তুলনায় কমপক্ষে ২০০০ টাকা অতিরিক্ত খরচ করতে হয়।
দুদক টিম পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে দালাল নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd