উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ :: হবিগঞ্জ শহরের গোসাইপুরে সিৃজন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত দূর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, শহরের পুরানমুন্সেফী এলাকার মানিক এর পুত্র সৃজন এর সাথে গোসাইপুর বাজার এলাকার কয়েক জন যুবকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল রাত সাড়ে ৮টায় সৃজন গোসাইপুর এলাকায় গেলে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়।
এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।