বিশ্বনাথ প্রতিনিধি :: চেক ডিজঅনার মামলায় সিলেটের বিশ্বনাথে সুহেল মিয়া নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড দিয়েছেন আদালত। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মখলিছ মিয়ার পুত্র। গত ২৭ জানুয়ারী সিলেটের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সাহেদুল করিম এই দন্ড প্রদান করেন। সুহেল বর্তমানে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চানশীরকাপন গ্রামের মৃত মস্তাক আলীর পুত্র শফিকুল ইসলাম মুহিনের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন সুহেল মিয়া। এই টাকা পরিশোধের জন্যে গতবছরের ৯ এপ্রিল সুহেল নিজের নামের একটি চেক প্রদান করেন মুহিনকে। অইদিনই তিনি নগদায়নের জন্যে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে সেটি ডিজঅনার হয়। ১১ এপ্রিল সুহেলের কাছে লিগ্যাল নোটিশের মাধ্যমে অই টাকা চাওয়া হলে তিনি তা পরিশোধ করেননি। পরবর্তীতে শফিকুল ইসলাম মুহিন সুহেল মিয়াকে আসামী করেন আদালতে মামলা দায়ের করেন।
Sharing is caring!