সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কোনাবাড়ী এলাকা থেকে ৪টি ভারতীয় গরু আটক করেছে বিজিবির টহলদল । কিন্তু এসময় বিজিবি কাউকে আটক করতে না পারায় এনিয়ে আলোচনা সমালোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকা হওয়ায় এই এলাকার চিহ্নিত চোরাচালানীরা স্থানীয় প্রভাবশালী ও কিছু বিজিবির সদস্যের যোগসাযোশে প্রতিদিন রাতের আধারে বারেকটিলার চোরাই পথ দিয়ে প্রতি গরু ৫শত টাকা প্রভাবশালী ও কিছু বিজিবি সদস্যের দিয়ে দীঘ দিন ধরে ভারত থেকে ৭-৮ টি চালান আসে। প্রতি চালানে কম হলেও ২০-২৫ গরু থাকে। সেগুলো এনে জেলার বিভিন্ন স্থানে পাচার করছে। মাঝে মাঝে চোরাচালানীদের নাম মাত্র গরু আটক করে কোন সময় চাপে পরে আবার প্রভাবশালী ও কিছু বিজিবি সদস্যের টাকা না দিলে।
২৮- বর্ডারগার্ড ব্যাাটালিয়নের অধিনায়ক মো: মাকসুদুল আলম জানান,জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল সোমবার (০৮এপ্রিল)ভোরে সীমান্ত মেইন পিলার ১২০৪/৪-এস এর উত্তর বড়দল ইউনিয়নের কোনাবাড়ী নামক এলাকা থেকে বিজিবি টহল দল আটককৃত গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করত: সিজার করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার আনুমানিক সিজার (বিজিবি) মূল্য ১,৭০,০০০/- টাকা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd