বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
প্রায় দুই ঘন্টাব্যাপী চলা বৈঠকে তারেক রহমান সিলেট জেলা নেতৃবৃন্দের কাছে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন। এসময় জেলার আওতাধীন উপজেলা ও পৌর ইউনিটের কমিটি এবং নেতাকর্মীদের ব্যাপারে বিভিন্ন তথ্য নেন তিনি। একই সাথে সিলেটে বিএনপির অঙ্গসংগঠনগুলোর কার্যক্রমের বিষয়েও খোঁজ খবর নেন। এসময় আগামী ১৫ মে এর মধ্যে উপজেলা ও পৌর কমিটি পুনর্গঠন করে রিপোর্ট দেয়ার জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দেন তারেক রহমান।
বৈঠকে উপস্থিত সিলেটের নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সাংগঠনিক অবস্থান এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কাহির চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল, আছকির আলী, সাংগঠনিক সম্পাদক হাসান পাটোয়ারি রিপন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামিম আহমদ।