সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তরেখার ভিতরে স্থাপিত সকল প্রকার স্থাপনা উচ্ছেদ করার জন্য।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে উভয় দেশের দেড়শত গজ ভূমি নোম্যন্সল্যান্ড। এই সীমারেখায় কোন দেশই স্থাপনা নির্মাণ করতে পারবে না। বিছনাকান্দি ও জাফলং জিরো পয়েন্ট এলাকাজুড়ে বর্তমানে পর্যটকদের নজর কাড়ছে পাথর। জিরো পয়েন্টের পাথর রক্ষায় বিজিবির বর্তমান সিও মূখ্য ভূমিকা পালন করায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়।
তিনি সোমবার সকাল ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পরিষদের মিলনায়তনে সভাপতির বক্তব্যে একথা বলেন।
এদিকে দুপুর ১২টায় নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে উপজেলা চোরাচালান নিরোধ কমিটি, উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি নাজরাতুন নাঈম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরীসহ সরকারি ও বেসরকারি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd