সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর লাক্কাতুড়া এলাকার একটি ছড়া থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) সকাল ৮টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা ওই হিজড়াকে হত্যা করে লাশ ছড়ায় ফেলে রাখা হয়েছে।
নিহত হিজড়ার নাম কবীর হোসেন ববিতা (৩২)। তার বাড়ি সুনামগঞ্জে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদত হোসেন।
ওসি জানান, লাক্কাতুড়া এলাকার একটি ছড়ায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd