সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামে চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেছে আব্দুল হামিদ (৩৮) নামের এক ব্যক্তির। শনিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের তমজিদ মিয়ার ছেলে।
খুনের ঘটনায় অভিযুক্ত সানোয়ার হোসেন ও সারোয়ার হোসেন গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, আব্দুল হামিদের সাথে চাচাতো ভাই সানোয়ারদের পারিবারিক বিরোধ ছিল। এর জেরে শনিবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সানোয়ার ও সারোয়ার ধারালো দা দিয়ে আব্দুল হামিদ ও তার ভাই আব্দুল আহাদকে কুপিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হামিদের মৃত্যু হয়। আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd