সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : টনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকের ঘরের টিন শিলা খন্ডের আঘাতে তছনছ হয়ে গেছে। মাঠের ফসল গুড়িয়ে গেছে। গাছের আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ শুধুই হা-হুতাশ আর বিলাপ করছে।
শুক্রবার সন্ধ্যার আগমুহূর্তে ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের কয়েকটি গ্রামে বৃষ্টি ছাড়াই শুধু শিলা বর্ষণের খবর পাওয়া গেছে।
সদর উপজেলার বংকিরা গ্রামের রফিকুল ইসলাম দুলু জানান, কালো মেঘ ঘনিয়ে আসার সাথে সাথে বড় বড় শিলা খন্ড পড়তে থাকে। প্রায় ২০ মিনিট ধরে শিলা খন্ড পড়ার পর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়।
একই এলাকার কৃষক ইছানুল বিশ্বাস জানান, এ ধরনের বড় শিলা খণ্ড পড়তে তিনি জীবনে দেখেননি। তিনি বলেন, মাঠের ধানে থোড় গজিয়েছে। শিলা বৃষ্টিতে ধানের প্রায় সব নষ্ট হয়ে যেতে পারে।
এদিকে হাজরা গ্রামের কৃষক হায়দার আলী জানান, বড় বড় সাইজের শিলা বৃষ্টিতে তাদের এলাকায় ধানের পাশাপাশি গাছ, ঘরবাড়ি ও পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের কাছে ক্ষয়ক্ষতি নিরুপন যাচ্ছি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার ঘোষ বলেন, ‘প্রতিদিনই শিলাবৃষ্টি ও ঝড় হচ্ছে। ফলে আমরা এখনো ক্ষয়ক্ষতি নিরুপন করতে পারেনি। তবে আমরা জানতে পারছি কোন কোন এলাকায় বেপক ফসলের ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘এ ধরণের দুর্যোগ থেকে একমাত্র আল্লাহ-ই রক্ষা করতে পারেন।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd