সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে নির্মাণাধীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন থেকে পড়ে মো. ইফাত মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক সিরাজগঞ্জ জেলার ইটালি এলাকার সূর্য্য শেখের ছেলে। হবিগঞ্জে এসে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
তার সহকর্মীরা জানান, জীবিকার দাগিদে দীর্ঘ কয়েক বছর আগে সিরাজগঞ্জ থেকে হবিগঞ্জে আসেন ইফাত। বর্তমানে তিনি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ইফাত সাইটে এসে কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে হঠাৎ অসাবধানতাবশত তিনি ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd