সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে বাড়ির প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় গত ২৬ মার্চ বুধবার জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আলী আজমের স্ত্রী মোরশেদা বেগম। তিনি উপজেলার মুক্তাপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষ ইমরান মাহবুব চৌধুরী, কামরান মাহবুব চৌধুরী ও নারী কনস্টেবল সাগরিকা বেগম একই গ্রামেরই হন। দীর্ঘদিন থেকে তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২৬ মার্চ বুধবার সকাল ৮টায় ইমরান, মাহবুব ও সাগরিকা মিলে তার বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা প্রায় ২০টি গাছ উপড়ে ফেলে ও প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় হামলাকারীরা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আলী আজম, তার স্ত্রী মোরশেদা বেগম ও মেয়ে সাবিনা বেগমের উপরও হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।
মোরশেদা বেগম জানান, তাদের একমাত্র ছেলে আলী হায়দার দেশের বাহিরে রয়েছে। সে দেশে থাকাকালীন সময়েও তার সাথে বিরোধ চলছিল। তাকে হত্যার জন্য নানা হুমকি ধমকি দিয়েছিল। এর জের ধরে হামলাকারীরা আলী হায়দারকে না পেয়ে তার পরিবারের উপর হামলা চালায়।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি মাইনুল জাকির বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল। খরকুটা থেকে সামান্য আগুন লেগেছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী সহ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আপোষ নিষ্পত্তির চেষ্টা করছেন। তবে- এ ঘটনায় দুপক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd