সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯
সিলেট :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের মডেল পরিবার পরিকল্পনা ক্লিনিক পূর্ণাঙ্গ পরিবার পরিকল্পন সেবা কার্যক্রম চালু করায় এখন স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা বেড়েছে।
বিশেষ দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা ক্যাম্পেইন আগামী ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত দেয়া হবে।
দীর্ঘ ২৫ বছর পর বুধবার হাসপাতাল কম্পাউন্ডের অভ্যন্তরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দু’তলা বিশিষ্ট লাল বিল্ডিংটি মডেল ক্লিনিক হিসাবে সেবা দিয়ে আসছে।
গত ২৭ মার্চ বিশেষ ক্যাম্পেইনে ৬৫ জন দীর্ঘমেয়াদী সেবা গ্রহণ করেছেন এবং ২ জন স্থায়ী সেবা গ্রহন করেন।
সেবা কেন্দ্রের পরিদর্শিকা ছন্দা পোদ্দার জানান, এসওএমসি এইচ এফপি ডাঃ নজরুল ইসলাম খানের নেতৃত্বে সিনিয়র পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহ নেওয়াজ বেগম, পরিদর্শিকা চায়না তালুকদার, ছন্দা পোদ্দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইউনুছুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব মোঃ কুতুব উদ্দিন, উপ পরিচালক ডাঃ লুৎফুন্নাহার জেসমিন, এফপিসি, এসটি কনসালটেন্ট ডাঃ উমর গুল আজাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডাঃ শামীমা খালিক, এমওএমসি এইচএফপি সদর ডাঃ নজরুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর আবুল মনসুর আসজাদ। এই কার্যক্রম মানুষ যত জানবে তত সেবা নিতে আসবে বলে তিনি মনে করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd