এসডিএফ’র উপকার ভোগীদের নিয়ে অভিঞ্জতা ভ্রমন

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯

এসডিএফ’র উপকার ভোগীদের নিয়ে অভিঞ্জতা ভ্রমন

গোয়াইনঘাট প্রতিনিধি :: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় অভিঞ্জতা ভ্রমনে গোয়াইনঘাটের ১৬০ জন উপকারভোগী সদস্যরা। অভিঞ্জতা ও আনন্দ ভ্রমনের মধ্যে পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির সাথেও সৌজন্য সাক্ষাৎ করার কথাও রয়েছে।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র গোয়াইনঘাটের এনজিএলআইপি-৩ ক্লাষ্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষের সার্বিক নেতৃত্বে কানাইঘাট উপজেলার দুটি গ্রামের বিভিন্ন আইজিএ কার্যক্রমের বাস্তব চিত্র এবং সমিতির কার্যক্রম দেখার জন্য অভিঞ্জতা বিনিময় সফর করেন। গোয়াইনঘাট উপজেলার ৮টি গ্রামের উপকার ভোগী নেতৃবৃন্দরা। উক্ত অভিঞ্জতা ভ্রমন বিনিময় সার্বিক সহযোগিতা করেন ক্লাষ্টার কর্মকর্তা ফামিদা আক্তার, সিএফ যোবায়েদ হোসেন, নূরুল ইসলাম, আকরামুল ইসলাম, ছানোয়ার হোসেন, নওশাদ আলী, মাহফুজুল হক। এছাড়াও এসডিএফ’র জেলা ব্যাবস্থাপক সামিউল হক, জেলা কর্মকর্তা আব্দুল মোতালেব। উক্ত অভিঞ্জতা বিনিময় সফরের খন্ড খন্ড প্রগ্রামে এসডিএফ’র বিভিন্ন সফল দিক নিয়ে উপকার ভোগীদের বিস্ততর আলোচনা করেন নেতৃবৃন্দরা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার হতদরিদ্র জনগোষ্টির জীবন মান উন্নয়নে এসডিএফ’র যাত্রা অব্যাহত রয়েছে। উল্লেখ্য ৪এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় এ অভিঞ্জতা যাত্রা করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..