সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রঃ) থানা এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে একজনকে ৩০ পিস ও অপর একজনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
তিনি জানান, ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে নগরীর শিবগঞ্জস্থ সাদিপুরের সৈয়দ হাতিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন সুহাগ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মন্দির গাঁও এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর শাপলাবাগ এলাকার বাসিন্দা।
একই দিনে পুলিশের পৃথক অভিযানে উত্তর বালুচরের বিসমিল্লাহ ফার্মেসির সামন থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বাধীন মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার খালক এলাকার মৃত আব্দুল মনাফের পুত্র। বর্তমানে সে নগরীর আল ইসলাহ বালুচর এলাকার বাসিন্দা।
আটক ইমরান হোসেন সুহাগ ও স্বাধীন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd