সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকালের চেয়ে আজকে ভালো আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বিএসএমএমইউ’র পরিচালকের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ কে মাহবুবুল হক বলেন, মেডিকেল বোর্ডের সভাপতিসহ চিকিৎসকেরা তাকে (খালেদা জিয়া) দেখেছেন। গতকাল উনি যে সমস্যা নিয়ে আসছিলেন সব সমস্যার ওষুধ দেয়া হয়েছে। উনি এখন আগের চেয়ে সুস্থ আছেন।’
দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার শারীরিক সমস্যার অবনতি হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, উনার (খালেদার) সমস্যা সেগুলো এনালাইসিস করা আমার জন্যও কষ্টকর। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রোগ বৃদ্ধি পেতে থাকে।
খালেদা জিয়ার মানুসিকতা অবস্থা আগের চেয়ে ভালো কি-না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুসিকতা অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd