সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর দরগা গেইটে একটি হোটেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক তরুণী। এ ঘটনায় পুলিশ হোটেল থেকে ওই তরুণী ও তার প্রেমিককে আটক করেছে।
সোমবার ভোররাতে হযরত শাহজালাল (রহ.) দরগাগেইট এলাকার হোটেল কোরোশীর ২০৪ নম্বর রুম থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- কাতার প্রবাসী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের আবদুল মতিনের ছেলে আবদুল মালেক এমরান (৩০) ও তার প্রেমিকা সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বাহুবল এলাকার এক তরুণী।
পুলিশ জানায়, প্রেমের টানে এমরানের হাত ধরে পালিয়ে আসে ওই তরুণী। গত ২৩ মার্চ স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলে ওঠে। গত সোমবার তারা বিয়ে করার কথা ছিল। কিন্তু এমরান সময়ক্ষেপন করলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে সোমবার ভোররাতে প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রেমিকযুগলকে আটক করে থানায় নিয়ে যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, প্রেমিক যুগলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd