সিলেটে ‘জয়বাংলা’ স্লোগানেহামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

সিলেটে ‘জয়বাংলা’ স্লোগানেহামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরের দর্জিপাড়ায় এক প্রবাসীর বাসায় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে হামলা ঘটনায় মামলা হয়েছে। শনিবার সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা করেন রায়নগর দর্জিপাড়া এলাকার সৌরভ-৪৩ নাম্বার বাসার প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশী। মামলায় রায়নগর দর্জিপাড়া এলাকার সৌরভ-৫০/১ নং বাসার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে এনাম উদ্দিন (৫০), শিবগঞ্জ এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে ইসকন্দর (৪০), দপ্তরীপাড়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে জাহাঙ্গির (৩৫) এর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো প্রায় ১৫ জনকে আসামি করা হয়। মামলার এজহারে উল্লেখ করা হয়, আগ্নেয়াঅস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মামলার বাদি শাহ আব্দুল মতলিব কোরেশী ও তার পরিবারের সদস্যদের জখম করা হয়। আসামিদের উপর বোমা ফাটানোর অভিযোগসহ বাদির বাসা থেকে কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার লুট, আসবাবপত্র ভাঙ্গচুর করে ক্ষতি করার কথা বলা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর দুইটায় প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশীর দর্জিপাড়াস্থ সৌরভ ৪৩নং বাসায় হামলার ঘটনা ঘটে। এতে একজন আহত ও ডাকাতির অভিযোগ করেন বাসার মালিক আব্দুল মতলিব কোরেশী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..