সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
প্রতিনিধি গোলাপগঞ্জ :: গোলাপগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ শনিবার ভোর রাতে ধর্ষণের ঘটনার পর তাকে পুলিশের হাতে তুলে দেন ভিকটিমের স্বজনরা।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-৯/১৫-০৩-১৯) দায়ের করেছেন। পুলিশ ধর্ষক বখাটে জাকির মিয়াকে (২১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত জাকির মোগলাবাজার থানার বড়চক গ্রামের জয়লান মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলশাইন এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতে আসেন জাকির। সেখানে গত রাত ৩টার দিকে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন জাকির। পরে ওই তরুণীর পরিবার তাকে ধরে পুলিশে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানার টিএসআই তরিকুলের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার পর ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে পুলিশ আদালতে প্রেরণ করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd