সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের মদন মোহন কলেজ ছাত্রলীগের এক নেতার উপর অতর্কিত হামলা চালিতে গুরুতর আহত করেছে শিবির কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসের টিচার্স কমন রুমের সামনে ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগ নেতা রকি দেবের উপর এ হামলা চালানো হয়। এ ঘটনায় পর থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রলীগ নেতা রকি দেবকে কুপিয়ে আহত করে শিবিরের কয়েকজন নেতাকর্মী। আহত রকি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। শিবিরের হামলার খবর পেয়ে ক্যাম্পাসজুড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাস ছাত্রলীগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে। তবে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, “আহত রকির মাথায় ও হাতের আঙ্গুলে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। বর্তমানে তাকে সিলেট মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।” এদিকে মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি জানান, সকালে শিবিরের কিছু কর্মী কলেজে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছিল। তখন রকির নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তা প্রতিহত করেন। এরপরই দুপুরে শিবির কর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd