সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিবাসন ব্যয় কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে। নিরাপদ ও সুষ্ঠু অভিবাসনের জন্য জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে হবে। এ জন্য ইউনিয়ন পর্যায়ে তথ্য কেন্দ্রকে সম্পৃক্ত করা হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘শ্রম অভিবাসনের ক্ষেত্রে সুশাসন: অর্জন, অভিজ্ঞতা এবং কর্মপন্থা’ শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতিসংঘের আবসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, বায়রার সভাপতি বেনজির আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিয়াইনেন প্রমুখ।
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা গেলে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রবাসী কর্মীদের কল্যাণে সরকার সকল পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
আইএলও আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও আইএলও’র মধ্যে অভিবাসন সংশ্লিষ্ট কাজ সম্পর্কে অবহিত করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা। উদ্বোধনের পর নিরাপদ অভিবাসনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক আইনি ও নীতি কাঠামো, অভিবাসী কর্মীদের জন্য সেবা জোরদার ও প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণের বিষয়ে তিনটি পৃথক পর্বে আলোচনা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd