সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর (জৈন্তিয়া) উপজেলা পরিদর্শণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নূরুল হুদা। বুধবার (১৩ মার্চ) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও নীলনদ খ্যাত সারি নদী (লালাখাল) পরিদর্শণ শেষে অপরূপ সৌন্দর্য্যের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আমি সত্যিই মুগ্ধ। সিলেটে যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য্যরে অপরূপ লীলাভূমি বাস্তবে এই উপজেলায় না আসলে তা বুঝা যেত না। তিনি এই অঞ্চলের পর্যটন উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অনুরোধ করবেন বলে জানান।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বিকেলে জৈন্তাপুরে সফরে যান। পরে তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিস এবং জৈন্তাপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, আঞ্চলিক সিনিয়র কর্মকর্তা ইসরাইল হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ.বি.এম শাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসানাত খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারি কশিমনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির, প্রধান নির্বাচন কর্মকর্তার ব্যক্তিগত সহকারি মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হাসানাত প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd