কোম্পানীগঞ্জ নৌকা ডুবাতে সক্রিয় ৫ আ.লীগ নেতা

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯

কোম্পানীগঞ্জ নৌকা ডুবাতে সক্রিয় ৫ আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ‘পাথররাজ্য’ হিসেবে পরিচিতি কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে এই উপজেলায় নৌকা ডুবাতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আরো ৫ আওয়ামী লীগ নেতা। এখানে নির্বাচন হবে ১৮ মার্চ।

গত ২৯ জানুয়ারি একক প্রার্থী নির্ধারনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে একক প্রার্থী করতে গোপন ব্যালটে ভোট আহŸান করা হয়েছিল । এসময় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বর্ধিত সভাটি পন্ড করা হয়। সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হলেও পরে থাকেই দলীয় মনোনয়ন দেয়া হয়। এই ঘটনায় ক্ষুব্দ হয়ে আরেক মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ নিজে ও তার স্ত্রী জরিনা বেগম এবং শামীমের পিতা বর্তমান চেয়ারম্যান আবদুল বাছির বিদ্রোহী প্রার্থী হয়েছেন। একই পরিবারের তিন সদস্যের প্রার্থী হওয়া নিয়ে সিলেটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী।

জানা যায়, কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে যত্রতত্র পাথর উত্তোলন, অবৈধ বোমা মেশিন ও শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন নিয়ে ক্ষমতাসীন দলের একটি চক্র সক্রিয় থাকে। এ চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় স্থানীয় নির্বাচনগুলো। পাথর কোয়ারি নিয়ে আলোচনা-সমালোচনায় সবসময় থাকে আওয়ামী লীগ নেতা শামীমের নাম। তার বিরুদ্ধে পাথর কোয়ারি এলাকায় দখল, চাঁদাবাজি ও অবৈধ বোমা মেশিন চালিয়ে পরিবেশ ধ্বংসের অভিযোগে পরিবেশ অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানের একাধিক মামলা রয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ বলেন, তার পরিবার নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে একটি পক্ষ চক্রান্ত করছে।

আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমি জয়ের ব্যাপরে শতভাগ আশাবাদি। বিদ্রোহী প্রার্থীরা ভোটের কোনও প্রভাব ফেলতে পারবে না। দলের সবাই আমার সঙ্গে রয়েছে।

জেলা আওয়ামী লীগের নেতারা বলছে, বিএনপি না আসায় নির্বাচন প্রতিদ্ব›দ্বীতাহীন হয়ে পড়বে, এমন আশঙ্কা আছে। তাই আওয়ামী লীগ দলীয় নেতাদের বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে এক ধরনের ছাড়ের মনোভাব নিয়েছে। এ বিষয়ে কেন্দ্রও অনেকটা একই মনোভাব পোষণ করায় জেলা থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..