গোয়াইনঘাটকে শিক্ষিত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : স্বপন

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

গোয়াইনঘাটকে শিক্ষিত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : স্বপন

স্টাফ রিপোর্টার :: গোয়াইনঘাট উপজেলায় ঘোড়া মার্কার সর্মথনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম স্বপন সোমবার দিনব্যাপী গণসংযোগ করেছেন। দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যা তিনি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারে জনসভা করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম স্বপন বলেন, আমি জনসমর্থন নিয়ে জনপ্রতিনিধি হতে চাই। বিগত সময়ে আমি ভাইস চেয়ারম্যান হয়ে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, আর ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের সেবা করতে চাই। গোয়াইনঘাট উপজেলায় উন্নয়ন করতে চাই।

শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া ও ঝড়ে পড়া রোধ করে গোয়াইনঘাটকে শিক্ষিত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাই আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..