উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাটে ভোটের আগে মাঠের ফল

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাটে ভোটের আগে মাঠের ফল

গোয়াইনঘাট প্রতিনিধি :: উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের গোয়াইনঘাটে প্রার্থীদের বিরামহীন প্রচার-প্রচারনা এখন তুঙ্গে। দিনবর বিভিন্ন স্থানে গনসংযোগ, উঠান বৈঠক, সভা আর পথসভায়ও যেন প্রার্থীদের মন ভরছেনা। তাই বিরামহীন দৌড়ঝাপ বাড়ছেই তো বাড়ছে। সকাল থেকে রাতভর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার আনাচে কানাচে প্রার্থীরা লাগামহীন ভাবে ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন। এমনকি ভোটারকেও দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রæতি।

আগামী ১৮ই মার্চ অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানাযায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল বেশ মাঠ চষে বেড়াচ্ছেন। কিন্তু দলীয় মনোনয়ন আর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে গোলাম কিবরিয়া হেলালের যোগসাজেস রয়েছে নিবিড়। এরই সুবাদে ভোর থেকে গভীর রাত অবদি উপজেলার দূর্গম এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছেন।

অপর দিকে সতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ তার মটর সাইকেল প্রতিক নিয়ে উপজেলার প্রত্যান্ত এলাকায় নিয়মিত ভোটারদের দরজায় হানা দিচ্ছেন। এমনকি ভোটারদের নতুন নতুন প্রতিশ্রæতির পাশা-পাশি বিভিন্ন চাহিদা পূরনেও অঙ্গিকার বদ্ধ হচ্ছেন। বিভিন্ন স্থানে গনসংযোগ, সভা,পথ সভা এবং উঠান বৈঠকে ফারুক আহমদ উপজেলাবাসীর কাছে ভোট প্রার্থনায় লিপ্ত রয়েছেন।

এছাড়াও এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ গোলাপ মিয়া কাপ পিরিচ,সদ্য বিএনপি থেকে লুৎফুর হক খোকন আনারস, শাহ আলম স্বপন গোড়া মার্কা। উপজেলাবাসীর সকল আশা ভরসা গোড়া মার্কা। তাই গোড়া মার্কার জন্য রাত-দিন মাঠে প্রচারণায় ব্যস্ত সমর্থকরা।

গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগনের সাথে কথা বলে জানা গেছে, ভোট প্রার্থনায় জনগনের দূরগোড়ায় উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে গোলাম কিবরিয়া হেলাল এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সদ্য বিএনপি থেকে বহিঃস্কৃত) শাহ আলম স্বপন ঘোড়া প্রতিক নিয়ে এ পর্যন্ত বেশ এগিয়ে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এবারে নির্বাচনে আওয়ামীলীগ’র প্রতিদন্দী আওয়ামীলীগ এবং বিএনপির প্রতিদন্দী বিএনপি যার কারনে আমরা সাধারণ ভোটাররা প্রার্থীদের হিড়ীকে বেশ বিপাকে রয়েছি। তাছাড়া দিনের আলো শেষ হতে না হতেই রাতভর প্রার্থীদের ভোট কামনায় ব্যাপক অতিষ্ট আমরা।

তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান না থাকার বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন ঘোড়া প্রতিক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রর্থী হয়েছেন। উপজেলাবাসী তাকে নিয়েই শপ্ন দেখছেন এবং আগামী ১৮ মার্চ নির্বাচনে জনগণ তাকে পছন্দ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য দিন ক্ষন ফুড়িয়ে আসায় ভোটার এবং প্রার্থীদের ব্যাস্থতায় গোঠা উপজেলায় এক অন্যরকম আমেজ বিরাজ করছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..