সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
প্রতিনিধি গোয়াইনঘাট :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচন করবেন। একই সাথে দলীয় টিকেট না পেয়ে বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (মোটর সাইকেল) ও গোলাপ মিয়া (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন (ঘোড়া), জেলা বিএনপির সহ সভাপতি লুৎফুল হক খোকন (আনারস) এবং জামাল আহমদ (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে জয়নাল আবেদীন পেয়েছেন (টিউবওয়েল), গোলাম আম্বিয়া কয়েছ (চশমা), দেলওয়ার হোসেন (মাইক), মুসলিম উদ্দিন (উড়োজাহাজ) এবং হীরক দেব (তালা) প্রতীকে লড়বেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফিয়া বেগম (ফুটবল), মনোয়ারা বেগম বীণা (কলস) ও খোদেজা রহিম কলি (পদ্ধফুল) প্রতীক পেয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd