সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
সিলেট :: নার্সিং শিক্ষা ধ্বংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বংসের ষড়যন্ত্র রুখতে ও কারিগরি বোর্ডের অধীনে নার্র্সিং কোর্স বন্ধের দাবিতে নগরীতে বিশাল মানববন্ধন করে স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সিলেট নার্সিং কলেজ।
মানববন্ধন শেষে তারা বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নার্সদের পক্ষে কথা বলেছেন। ঠিক তেমনি- প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নার্সদের উন্নয়নে তাদের সকল সুযোগ সুবিধা প্রদান করছেন। বাংলাদেশে স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে নার্সরা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী প্রতিবছরই নতুন করে নার্সদের নিয়োগ দিচ্ছেন। গত ২০১৬ সালে রেকর্ড গড়েছেন ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে।
নার্সরা তাদের সেবা দিয়ে রোগী ও মানুষের মন জয় করে নিয়েছেন। স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন- নার্সদের আরো দক্ষ করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাস্টার্স অব নাস’ প্রতিষ্ঠা করেছেন। পার্বত্য অঞ্চলে চিকিৎসা সেবা এগিয়ে নিতে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর চালু করেছেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল আইন-২০১৬ চালু করে নার্সদের জন্য এক অনন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে সবকিছুর সাথে তাল মিলিয়ে যখন নার্সরাও এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি কুচক্রি তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে নার্সদের বিরুদ্ধে নানা পায়তারা করার চেষ্টা করছে। ওই কুচক্রী মহল কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে নার্সিং কোর্স চালু করেছে।
যা ২০১৬ সালের আইন বহির্ভূত। তাছাড়া কারিগরি শিক্ষার মাধ্যমে নার্সিং কোর্স চালু করলে অনেক অদক্ষ, নার্সিং সেবায় অনুপযোগীরাও মহান এ পেশায় সুযোগ পাবে। যার ফলে বহু প্রতিক্ষিত নার্সিং সেবার মান দিন দিন কমে আসবে। নার্সদের প্রতি মানুষের আস্থা ও ভালবাসা হৃাস পাবে। তাই নার্সদের বিরুদ্ধে কুচক্রিমহলের কাযর্কলাপ বন্ধ করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। স্মারকলিপির পূর্বে নগরীতে এক বিশাল র্যালী বের করে স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন- স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক সিথী তালুকদার।
আরো উপস্থিত ছিলেন, সজিব মিয়া, তানজিনা আক্তার অভিজিত পাল, জেসমিন আকতআর, সামনান গালিব, আখি শর্মা, সুহান, সঞ্জয় বৈদ্য, ফাতেমা ফেরদৌস, শ্রাবন, অর্নব, মিঠু কর্মকার, হোসনে আরা সুমি, কাবেবী দাস, জেবিন, মোজাম্মেল হোসেন, মনি প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd