সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক: আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন মুফতি শিব্বির আহমদ ও আশরাফুল হক রুনু। বুধবার (২৭ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
জানা যায়, মুফতি শিব্বির বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। গত নির্বাচনে তিনি রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করে পুরো উপজেলাবাসীকে তাক লাগিয়ে দেন। আসন্ন নির্বাচনেও তিনি ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি নির্বাচন না করার সিদ্ধান্তের পাশাপাশি বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একই দিনে অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনুও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মুফতি শিব্বির ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের যুব সংগঠন যুব জমিয়তের সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক। ধারণা করা হচ্ছে, ২০ দলীয় জোটের সিদ্ধান্তমতে নির্বাচন থেকে দূরে থাকার অংশ হিসেবে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ জানান, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোন কৌতূহল নেই। ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া আমাকে নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৫ প্রার্থীর মধ্যে মুফতি শিব্বির আহমদ এবং আশরাফুল হক রুনু মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ পদে মাত্র ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন – পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি খছরুল হক খসরু, ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. জামাল হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd