সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তাসমিয়া বেগম (৬) নামের ১ শিশু ও কানাইঘাট উপজেলার কাড়াবাল্লাহ গ্রামের মুহিবুর রহমান নিহত ও কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে কটালপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাসমিয়া বেগম (৬) কাজলসার ইউনিয়নের নিলাম্বরপুর গ্রামের ছমির আলীর মেয়ে। সে জকিগঞ্জ উপজেলার নিলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্রী।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ জানান, গুরুতর আহত মৃতু্য হয় কানাইঘাট উপজেলার কাড়াবাল্লাহ গ্রামের মুহিবুর রহমান, জকিগঞ্জ উপজেলার শাহগলী এলাকার এরশাদ আলীর মেয়ে ফাতেমা বেগম (৫০), মৃত রবীন্দ্র মোহন দাসের ছেলে রাধা বিনোদ (৫৭) ও কামাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫), এওলাসার গ্রামের সুধারাম রায়ের ছেলে নির্মল রায় (২২), নিজ গ্রামের আব্দুন নুরের ছেলে কয়ছর আহমদ (৩২), কাপনা গ্রামের আব্দুল বাছিতের স্ত্রী জেসমিন বেগম (২৯) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদের মধ্যে মহিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত ১৫ জনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd