রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আম্বরখানা বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এঘটনায় গুরুতর আহত হয়েছে সাহেদের আরেক বন্ধু রাহী (১৭)। সে নগরীর দর্শন দেউড়ি এলাকার স্বাধীন মিয়ার পুত্র।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাহেদ ও তার বন্ধু রাহী হাউজিং এস্টেট এলাকা দিয়ে যাবার পথে প্রতিপক্ষ লিমনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সাহেদ ও রাহী। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন।
আহত রাহী আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাহীর অস্ত্রোপচার চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি জানান, আমরা খবর পেয়েছি, তবে এখনো বিস্তারিত কিছু জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।