সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি জৈনপুরে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি জৈনপুরে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকাধীন জৈনপুরে রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকার শান্তিকামী মানুষ। জনৈক মনোজ কান্তি তালুকদার এলাকার ৮টি পরিবারের রাস্তা জবরদখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন। সস্প্রতি তিনি ওই পরিবারগুলোর বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলতে শুরু করলে উত্তেজনা আরো চরম আকার ধারণে করেছে। এরই মধ্যে সিলেটের কয়েকটি সংবাদপত্রকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করানো হচ্ছে। এমন অভিযোগ করেছেন অখিল চন্দ্র চন্দ তিনি বলেন জনৈক মনোজ কান্তি তালুকদার একজন সন্ত্রাসী জালিয়াত চক্রের হোতা সে নিজেই একজন ভূমি খেকো সুচতুর চাঁদাবাজ যা ইতি পূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার অপকর্মের প্রমাণ পুলিশ প্রশাসন সহ সিলেট জেলা প্রশাসনে প্রমানিত হয়েছে।

জনৈক মনোজ কান্তি তালুকদার তিনি অখিল চন্দ্র চন্দ সহ গংদের বিরুদ্ধে সিলেটের প্রশাসনের সকল দপ্তরে অভিযোগ দায়ের করিলে ওই অভিযোগ গুলা সুষ্টভাবে তদন্তের পর যে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জনৈক মনোজ কান্তি তালুকদার আসলে একজন জালিয়তচক্রের মূলহোতা। তার অভিযোগ মিথ্য, হয়রানি মূলক ও উদ্ধেশ্য প্রণোদিত। তার অভিযোগের বিষয়টি তদন্ত করেন ইসতিয়াক ইমন সহকারি কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট ও জেলা প্রশাসক তাদের তদন্ত রিপোর্টের ঐক্যমত পোশন করেন। এস এম পির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)এর প্রতিবেদনে মনোজ কান্তি তালুকদারের রাস্তা সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র পাওয়া যায় নাই।

জানা গেছে, দুক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর আবাসিক এলাকায় ৭টি হিন্দু পরিবার সহ ৮টি পরিবার পৃথক প্লটের মালিক দখলকার হয়ে উন্নয়ন কাজ করছেন। মালিকগনের মধ্যে অনেক সরকারী চাকরিজীবি ও পেশাজীবি লোক রযেছেন। তাদের প্লটের অদূরেই যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া হিরা’র ম্যানেজার মনোজ কান্তির তালুকদারের বাড়ি। মনোজ কান্তির নিজস্ব ও নির্ধারিত রাস্তা থাকা সত্বেও তার বিদুৎতের খূটি ওই ৮পরিবারের রাস্তার উপর দিয়ে জোরপূর্বক নিয়ে গেছেন। এখন তাদের রাস্তা দিয়ে গ্যাস লাইন নেয়ারও চেষ্টা করছেন।

এ বিষয়ে বিদুৎ ও গ্যাস অফিসে অভিযোগ দেয়ায় মনোজ কান্তি আরো ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তিনি এখন ওই ৮পরিবারে রাস্তাকে নিজ রাস্তা দাবি করে বসেন এবং রাস্তার ধার দিয়ে ওই ৮পরিবারের নির্মিত বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলতে চেষ্টা করছেন। পাশপাশি পুলিশ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্তাব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে তাদেরকে নানা ভয়-ভীতি দেখিয়ে চলেছেন। ফলে সম্প্রতি ক্ষমতাসীন দলে যোগদানকারী একজন ইউপি সদস্যকে সাথে নিয়ে সন্ত্রস ও তথ্য সন্ত্রাসে লিপ্ত হয়ে অবারও ওই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি রয়েছেন মনোজ কান্তি তালুকদার। এলাকার শান্তিকামী মানুষ আইনশৃংখলা রক্ষার্থে এ বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ ও দ্রæততর হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে সংবাদ মাধ্যমে মিথ্যা রিপোর্টের প্রতিবাদ জানিয়েছেন অখিল চন্দ্র চন্দ সহ ছয়টি প্লটের মালিক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..