বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের শ্রীপাট বিষ্ণুপুরে সিদ্ধ বকুলতলায় শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়’র অন্তর্ধান মহোৎসবে প্রতি বছরের ন্যায় এবারও মানুষের ঢল নেমেছে। মাঘী পূর্নিমা তিথিতে শত শত বছর পূর্ব থেকে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়’র অন্তর্ধান মহোৎসব পালন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা। দেশের বিভিন্ন জেলার থেকে পূর্ণ্যাথীরা ওই মহোৎসবে যোগ দেন।
সোমবার সকাল ৯টায় শ্রীশ্রী কালাচাঁদের অর্চ্চনার মধ্য দিয়ে মহোৎসব শুরু হয়ে বুধবার সকাল ৮টায় শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন (পূর্ণা)’র মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ব্রাক্ষমুহুর্ত থেকে শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশিত হয়। এতে কীর্তন পরিবেশন করেন বিনোদ বিহারী দাস বাবুল (পনিটুলা, সিলেট), নিশি কান্ত তালুকদার (দাড়িয়াপাড়া, সিলেট), বাদল কৃষ্ণ দাশ (দিরাই, সুনামগঞ্জ), জুয়েল দাস (করেরপাড়া, সিলেট), জনিক দেবনাথ (ছাতক, সুনামগঞ্জ)।
মঙ্গলবার বিকেল মহোৎসবস্থ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ জুলিয়া বেগম, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য প্রমুখ নেতৃবৃন্দ।