সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার খারগাঁও গ্রামের আছলম আলীর বসতবাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ওই ঘরের প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, আছলম আলী চিকিৎসার জন্য সিলেটে থাকাবস্থায় গতকাল দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সমুজ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী আছলম আলীর বসতঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘরে কেউ ছিল না। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভালেও বাড়ীর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, আছলম আলী ও সমুজ মিয়ার মধ্যে রাজনৈতিক বিরোধিতা ও পুর্ব শত্রুতা রয়েছে। এনিয়ে মামলাও রয়েছে। মামলার ভয়ে আছলম আলীর সন্তান শামীম আহমদ ও ইব্রাহিম আহমদ শিবলু ঘরছাড়া হয়েছে। আছলম মিয়া অসুস্থ থাকায় তিনিও চিকিৎসার জন্য সিলেটে অবস্থান করছেন।
এ ব্যাপারে সিলেটে অবস্থানরত আছলম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান, তিনি অসুস্থ। চিকিৎসার জন্য সিলেটে অবস্থান করছেন। বাড়ীতে কেউ নেই। সমুজ মিয়া তাকে ও তার পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। সমুজ মিয়ার সন্ত্রাসী কর্মকান্ড ও রাজনৈতিক প্রভাবে বড়ই অসহায় হয়ে পড়েছেন তিনি। মিথ্যে মামলায় জড়িয়ে তার সন্তান শামীম আহমদ ও ইব্রাহিম আহমদ শিবলুকে ঘরছাড়া করেছেন সমুজ মিয়া। তবুও ক্ষান্ত হননি তিনি। এখন বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। নিরাপত্তাহীনতা আর জীবননাশের শংকা নিয়ে দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ততক্ষণে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। তবে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার লোকজন বলেছেন পূর্ব শত্রুতার জের ধরে সমুজ মিয়া তার বাহিনী নিয়ে আছলম আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছেন। সেটা ধরেই আমরা বিষয়টি তদন্ত করছি। সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনও কাউকে আটক করা হয়নি এবং কেউ অভিযোগ দায়ের করেনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd