সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
সিলেট :: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৯ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে উক্ত বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া বিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট, কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এসএমপি, সিলেট।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অভিভাবকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণের সাথে কুশল বিনিময় কলে তিনি বলেন সুস্থ শরীর ও সুন্দর মন না থাকলে লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। আর এ জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন জাতীয় ক্রিড়াক্ষেত্রে সিলেট এর বিশাল অবদান রয়েছে। এখান থেকে অনেক ক্রিকেটার ও ফুটবলার জাতীয় পর্যায়ে নিয়মিত খেলছে এবং বহির্বিশে^ বাংলাদেশের সুনাম বয়ে আনছে। বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে উৎসবমুখর আমেজ বিরাজমান ছিল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd