সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
নিজস্ব প্রতিনিধি :: ইলেক্ট্রিক সাপ্লাই। সিলেট নগরের আতঙ্ক জাগানিয়া এক নাম। নগরের ব্যস্ততম আম্বরখানা পয়েন্ট থেকে শাহী ঈদগাহ যেতে হয় এই সড়ক ধরেই। প্রধান সড়কটির সঙ্গে সংযোগ রয়েছে বড়বাজার, মক্তবগলি, লোহারপাড়া ও কলবাখানি, কাহের মিয়ার সড়কের গলি।
এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার নাম শুনলে কেপে ওঠতেন সাধারণ মানুষ। দিন কিংবা রাত, প্রকাশ্যে হতো ছিনতাই, খুন, মারামারি, গোলাগুলি। এসব অতীত ইতিহাসের কারণে এখনো সাপ্লাই নামের সঙ্গে ভয় বিরাজমান। বিগত কয়টি বছর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও সম্প্রতি ঘন ঘন ছিনতাইর কারণে ফের আলোচনায় উঠে আসছে ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার নাম।
গত একমাসে এই এলাকায় অনেকগুলো ছিনতাই হয়েছে। এরমধ্যে একইস্থানে চারটি ছিনতাই সংঘঠিত হয়েছে। গত ১৫ ফেব্রæয়ারি দুপুর পৌনে ১২টার দিকে সাপ্লাই সড়কের কলিমুল্লাহর বাড়ির ফটকে ছিনতাইয়ের কবলে পড়েন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স নগরের উপশহর শাখার ইনচার্জ ববিতা বর্ধন। মোটরসাইকেলে আসা হেলমেটধারী ও মাস্ক পরা দুই যুবক তাকে বহনকারী রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় স্বর্ণের চেইন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা ফের শাহী ঈদগাহের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন।
এরআগে একই স্থানে একই কায়দায় স্থানীয় আনিছ খানের স্ত্রী লিলি খান ও কলবাখানি এলাকার কামরান চৌধুরীর ভাড়াটিয়া নারীসহ আরো বাইরের দুই নারী ছিনতাইর শিকার হন। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। এ নিয়ে এলাকার লোকজন বৈঠক করেছেন।
এলাকার মুরব্বি নগর আ‘লীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান বলেন, এই গলিতে একইস্থানে মোটরসাইকেল যোগে এসে ৪টি ছিনতাই করেছে। আমরার এলাকার মুরব্বিরা রোববারে বসেছি। ২৭ ফেব্রæয়ারি ছিনতাইকারীদের গ্রেফতারে কর্মসূচী ঘোষণা করবো। নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা চাঁদা তুলে এলাকায় সিসি ক্যামেরা উদ্যোগ নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলেন তিনি।
এদিকে ছিনতাইর ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ছিনতাইকারীদের গ্রেফতারে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
এ বিষয়ে এসএমপির বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক আব্দুল বাতেন বলেন, আমরা পর পর দু’দিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd