জৈন্তাপুরে বিজিবি’র ষ্পেশাল টিমের অভিযানে ১২ গরু আটক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

জৈন্তাপুরে বিজিবি’র ষ্পেশাল টিমের  অভিযানে ১২ গরু আটক

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর সীমান্তে গভীর রাতে অভিযান চালিয়ে ভারত হতে চুরাইপথে নিয়ে আসা ১২টি গরু আটক করেছে ১৯ বিজিবির স্পেশাল টিম। আটককৃত ১২টি গরু বিজিবির জৈন্তাপুর ক্যাম্পে রয়েছে।

স্পেশাল টিম ও এলাকাবাসী সূত্রে যানাযায় দীর্ঘ দিন হতে জৈন্তাপুর সীমান্তের শ্রীপুর, মিনাটিলা, কেন্দ্রি, কেন্দ্রিহাওর, ডিবিরহাওর, ফুলবাড়ী, ঘিলাতৈল, টিপরাখলা, গুয়াবাড়ী, বাইরাখেল, কালিঞ্জি, তুমইর এলাকা দিয়ে চোরাকারবারীরা অবৈধ ভাবে গরুর চালান বাংলাদেশে প্রবেশ করছে। মিলাটিলা এলাকা দিয়ে বিলাল নামের এক চেরাকারবারী গরুর একটি চালান বাংলাদেশে প্রবেশ করে নিয়ে যাওয়ার প্রক্কালে গত ১২ ফেব্রæয়ারী মঙ্গলবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবি’র স্পেশাল টিম অভিযান চালিয়ে ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্মুখ হতে চেরাইপথে আমদানীকরা ১২টি গরু আটক করে। এসময় চেরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু গুলো রেখে পালিয়ে যায়। অপরদিকে চেরাকারবারীরা সম্প্রতি স্পেশাল বাহিনীর অভিযান শুরু করলে চেরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করে তাদের ব্যবসা চালিয়ে আসছে।

অভিযান পরিচালনাকারী ১৯ বিজিবি’র স্পেশাল টিমের কমান্ডার ইকবাল জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে দ্রæত অভিযান পরিচালনা করে ১২টি গরু আটক করেছি। আটককৃত গরু ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের জিম্মায় রাখা হয়েছে। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। স্পেশাল টিমের কমান্ডার আরও বলেন- এলাকার সচতেন মহলের সহযোগিতা করলে চোরাকারবার বন্ধ হয়ে যাবে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..