সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: এক যুগ পর বেদখল হওয়া ভিটেতে ফিরে এলো সংখ্যালঘু পরিবারটি। সিলেট নগরীর মিরাবাজারের আগপাড়া এলাকায় বুধবার সকালে এই পরিবারটি তাদের হারানো ভিটে পুনরুদ্ধারে আসে।
অভিযোগ রয়েছে, পরিত্যক্ত প্রায় ৮ শতক বাড়ি শ্রেণীর ভূমি প্রতিবেশি রেজাউল করিম বেদখল করে রেখেছিলেন। সকল আইনি প্রক্রিয়া শেষ করে বৈধ কাগজে মৌরসি সম্পত্তির দাবিদার হিসেবে বাড়িটিতে এলে এলাকার মানুষজন জড়ো হন। সকাল ১০টায় সংখ্যালঘু পরিবারের ভূমি নিয়ে এলাকায় মৃদু শোরগোল শুরু হয়। ৫৬ রেকর্ড ও বর্তমান পর্চা সংখ্যালঘু পরিবারের নামে থাকায় এলাকার মানুষজনও মনোজ দে’র পাশে দাঁড়ান। এসময় নগরীর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জল বিষয়টির শান্তিপূর্ণ মীমাংসার উদ্যোগ নেন।
সংখ্যালঘু পরিবারের মনোজ দে বলেন,‘ আমার আত্মীয়-স্বজন অনেকেই ভারতে চলে গিয়েছিলেন। ৫৬ রেকর্ড অনুযায়ী জায়গার মালিক আমার বাবা স্বর্গীয় বিমল কান্তি দে। পরিত্যক্ত জায়গা দেখে আমাদের পিছনের প্লটের প্রতিবেশি জামায়াত নেতা রেজাউল করিম জালিয়াতি করে জায়গাটি জবরদখল করে রাখেন। পরে আমি ভূমি আইনের সকল লড়াই শেষ করে জায়গাটির কাগজ বুঝে পেয়েছি। ১২ বছর পর আমি বাড়িতে এসেছি।’
এ ব্যাপারে জানতে রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। সিটি কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জল বলেন,‘ এলাকার মানুষজনের কাছ থেকে এই সংখ্যালঘু পরিবারের কথা জেনে আমি ঘটনাস্থলে যাই। একদিনের সময় নিয়েছি। দুপক্ষকে ডেকে যার কাগজপত্র বৈধ পাবো-আমরা এলাকাবাসী মিলে তার হাতে জায়গা সমঝে দিব।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd