বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ১৪ পিস ইয়াবাসহ এক ফার্সেসী ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার সন্ধ্যে ৭টায় উপজেলা সদরের নতুনবাজারস্থ টিএনটি রোডের হাজী জহুর আলী মার্কেটের ওয়ার্ল্ড ফার্মেসীর মালিক শাহ আলমকে আটক করেছে পুলিশ। থানার এসআই দেবাশীষ শর্মা, এসআই লিটন রায়, এএসআই তালেব আলী, জামাল খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে। আটক হওয়া শাহ আলম দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের আহমদ আলীর ছেলে।
পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ী শাহ আলম পুলিশের নজরদারীতে ছিল। আজ বিশ্বস্থ একটি সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
থানার অফিসার ইন-চার্জ মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হবে।
Sharing is caring!