সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সিলেট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা ৬ ফেব্রুয়ারির বুধবার বিকাল ৩টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আসরারুল হকের সভাপতিত্বে সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয়।
বিভিন্ন উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা দলীয়ভাবে অংশগ্রহণ করার ব্যাপারে মতামত তুলে ধরেন। সেই সাথে জেলা জমিয়তের সিদ্ধান্ত নেয়া হয়- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার প্রত্যেক উপজেলায় জরুরী বৈঠক করে প্রত্যেক উপজেলা সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তালিকা আগামী ১৫ ফেব্র“য়ারির মধ্যে সিলেট জেলা জমিয়তের বরাবরে তথা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানের কাছে জমা দেয়ার আহŸান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সদর উপজেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ আহমদ, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd