সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক রোগীর পেটে গজ রেখে সেলাই করে দেয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে।
আজ সোমবার দুপুরে ঘটনার জেরে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। যার ফলে কিছু সময় রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে নার্সরা প্রতিবাদ করে বলে জানা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও গাইনি বিভাগের চিকিৎসকরা পুনরায় অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে গজ অপসারণ করেন।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সঞ্চিতা জানান, তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট সিংহের হাট গ্রামের প্রতিবেশী হিরণ হালদারের স্ত্রী আলো রাণীর জরায়ুতে গত রোববার অস্ত্রোপচার করা হয়। এ সময় গাইনি বিভাগের চিকিৎসক ভেতরে একটি গজ রেখে বাইরে থেকে সেলাই করে দেন।
নার্স আরও জানান, তিনি বিষয়টি বুঝতে পেরে কৈফিয়ত দাবি করলে গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসরিন সুলতানা নিজেদের ভুল স্বীকার না করে উল্টো তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে রোগীর সেবা কার্যক্রম বন্ধ করে দেয় নার্সরা।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘নার্স ও চিকিৎসকদের মধ্যে ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝি। আমি তার অবসান ঘটিয়ে নার্সদের কাজে ফিরিয়েছি।’
পেটে গজ রেখে সেলাই দেয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, অস্ত্রোপচারে দুটি গজ ছিল। একটি বের করা হলেও ভুলে অপরটি ভেতরেই থেকে যায়। তবে বিষয়টি বোঝার পরই পুনরায় অস্ত্রোপচার করে সেটি বের করে ফেলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd